নিজস্ব প্রতিনিধি: ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে ও মক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল।
শনিবার (১৭ নভেম্বর) বিকালে শহরের শায়েস্তানগর থেকে মিছিলটি বের হয়। পরে শহর প্রদক্ষিণ করে এক পথসভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান, সহ সভাপতি আরিফে রাব্বানী টিটু, মখলিছুর রহমান ফয়সল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান শাওন, সাংগঠনিক সম্পাদক রাজিব আহমেদ রিংগনসহ বৃন্দাবন সরকারী কলেজ, সদর থানা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।