নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় চলন্ত মোটর সাইকেলের উপর গাছ পড়ে মিনাল কান্তি দাস (৩২) নামে এক শিক্ষা কর্মকর্তা নিহত হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার যাত্রাপাশা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মিনাল খুলনা জেলার হৃদয় কৃষ্ণ দাসের ছেলে।
তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং থেকে ব্রাকের শিক্ষা বিভাগের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
তার সহকর্মীরা জানান, রোববার সকালে মিনাল উপজেলার কাউরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপনি পরিক্ষা পরিদর্শনে যান। সেখান থেকে ফেরার পথে ইয়ালা স্কুলের আসার পথে যাত্রাপাশা এলাকায় পৌঁছামাত্র তার মোটর সাইকেলের উপর আকস্মিকভাবে একটি গাছ পড়ে যায়।
তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পরে সদর থানার এসআই মোস্তাক আহমদ লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
হবিগঞ্জ সদর থানার এসআই মোস্তাক আহমদ বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।