মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ আন্তজেলা ২ ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।
আটক ডাকাতরা হলো নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের নুর উদ্দিনের ছেলে তৌহিদ (৪০) এবং একই ইউনিয়নের ইটাখোলা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে নাছির উদ্দিন (২৮)।
গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম রোববার ভোর রাতে নোয়াপাড়া রেল ষ্টেশন থেকে তাদের আটক করে।
পরে রোববার (১৯ নভেম্বর) দুপুরে ছাতিয়াইন সড়কে ডাকাতির ঘটনায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।