চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের রেমা মাঠে হাজারো দর্শকের সমাগমে রেমা চা-বাগান মিনিকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে উক্ত খেলায় রেমা চা-বাগান ১-০ গোলে সুরমা চা-বাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খোলার পরে অনুষ্ঠিত আলোচনা সভায় রেমা চা-বাগানের ব্যবস্থাপক নির্মল চন্দ্র দেবের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাটের কৃতি সন্তান হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর খান, সাবেক চেয়্যারম্যান মাও. তাজুল ইসলাম, গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক এম এ মালেক, রেমা বিট অফিসার চন্দন ভৌমিক, প্রীতম ব্রিকস কর্ণদার রুবেল আহমদ, শানখলা ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী এখলাছ, বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম চৌধুরী লিটন প্রমুখ।
পুরস্কার বিতরণে অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, “অর্জিত সফলতা জন্মস্থানের কল্যাণে ব্যবহার করাই কৃতি সন্তানের দায়িত্ব। ব্যাক্তি স্বার্থের উর্ধ্বে থাকা সমাজ কর্মীর প্রধান দায়িত্ব। খেলাধুলা মনকে জাগ্রত করে। সম্প্রীতি ও সেতুবন্ধন সৃষ্টি করে। তিনি আরো বলেন, খেলাধুলা ছাড়াও চুনারুঘাট-মাধবপুরসহ সকল দুঃখী মানুষের জন্য দরজা সর্বদা খোলা।”
উল্লেখ্য, উক্ত খেলায় সুরমা চা-বাগানের এক খেলোয়ার গুরুতর আহত হয়। তার চিকিৎসার জন্য সুরমা চা-বাগানের ক্যাপ্টেনের নিকট ব্যারিস্টার সুমন ১০ হাজার টাকা তিনি প্রদান করেন।