1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

করাঙ্গীনিউজ’র সম্পাদক মাসুম হাসপাতালে ভর্তি

জনমত নিউজ ডেস্ক: অনলাইন নিউজ পোর্টাল করাঙ্গীনিউজ ২৪ ডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার বিকেলে তার অফিসে অজ্ঞান হয়ে পড়লে লোকজন হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পত্রিকাটির নির্বাহী সম্পাদক আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্পাদক মাসুম হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসক জানিয়েছেন বিশ্রামে থাকতে হবে।

সাংবাদিক সিদ্দিকুর রহমান মাসুমের সুস্থতার জন্য করাঙ্গীনিউজ ও জনমত নিউজ পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

     এই ক্যাটাগরীর আরো খবর