নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের এক হিন্দু বাড়িতে ডাকাতি হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) ভোররাতে উপজেলার কামারগাঁও গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতদল বাড়ির লোকজনের হাত-পা বেধে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
জানা যায়, উপজেলার কামারগাঁও গ্রামের অঞ্জন দেবের বাড়িতে রাত ৩ টার দিকে ১৫-২০ জনের একটি মুখোশধারী ডাকাতদল বাড়ির পেছনের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঘরের ৩টি পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে নগদ ৬০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার, ৩টি দামী মোবাইল ফোন, কাপর ছোপর ও মূল্যমান কাগজ সহ দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে তাদের চিৎকার গ্রামের লোকজন এসে তাদের উদ্ধার করেন। ততক্ষণে ডাকাতদল পালিয়ে যায়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ব্যাপারে ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ ওসি শামসুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক একদল পুলিশ নিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি।