নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জে ৫শত পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
রোববার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর খাইরুল আলম ও এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
আটককৃতরা হল, নবীগঞ্জ উপজেলার পশ্চিম কসবা গ্রামের মৃত তছকির উল্লাহর পুত্র মোঃ মালখাছ উদ্দিন (৪৫) ও একই এলাকার মৃত অজি উল্লাহর পুত্র আজিম উদ্দিন (৫০)।
মাদকদ্রব্য কর্মকর্তারা জানান, রোববার বিকালে দুই মাদক সম্রাটকে উপজেলার পুর্ব কসবা বিবিয়ানা গ্যাসফিল্ড রোড এলাকা থেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য কর্মকর্তারা আরও জানান, উল্লেখিত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত নবীগঞ্জসহ জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল।