আজমিরীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের অাজমিরীগঞ্জ উপজেলায় বিষপানে শরুফা খাতুন (৫৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার পশ্চিম বং গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারী উপজেলার শিবপাশা ইউনিয়নের আব্দুল আওয়ালের স্ত্রী।
শরুফা খাতুনের স্বামী অাব্দুল অাওয়াল জানান, শরুফা দীর্ঘদিন ধরে মানষিক সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে সকলের অগোচরে বিষপান পান করে বমি করতে থাকে। সাথে সাথে পরিবারের সদস্যরা তাকে হবিগঞ্জ অাধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বজলুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।