শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার বিরুদ্ধে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
রবিবার বিকেলে পৌর শহরের বাল্লা রেলগেইট থেকে মিছিল বের করে পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।
মিছিল শেষে দাউনদনগর বাজারে পথসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক ফরিদ আহমেদ অলি।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ তানভীর আহমেদ জুয়েল এর পরিচালনায় বক্তব্য রাখেন- পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান শাকিম, মোঃ সাইদুর রহমান কাউন্সিলর, মোঃ ছমির আলী, শফি কাইয়ম, হাজী শফিক মিয়া তালুকদার, সবুজ মিয়া, পৌর যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন, যুগ্ম সম্পাদক ফাহিন হোসেন, সৈয়দ রিমেল, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক পারভেজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নূর আলম, থানা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন সোহাগ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ জামান রিপন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক কাউছার আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হন উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন এবাদুর রহমান সুমন, জাসাস পৌর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজু আহমেদ, শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন আহমেদ, ফজর আলী ও সানি প্রমুখ।