হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের টিএন্ডটি অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃরা হলেন- সদর উপজেলার লামা পইল গ্রামের হারাদন দাসের ছেলে মন্দন দাস (৩০) ও যশের আব্দা গ্রামের মালম মিয়ার ছেলে সাজিদ মিয়া (২৬)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ টিএন্ডটি অফিসের সামনে অভিযান চালানো হয়। এসময় এক কেজি গাঁজাসহ দুই জনকে আটক করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার এএসআই মোহাম্মদ আলী শামীম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।