স্টাফ রিপোর্টার: শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ সংলগ্ন চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দ’পক্ষের সংঘর্ষে ৫জন আহত হয়েছে। আহতরা হল- নতুনব্রীজ সংলগ্ন কুঠিরগাঁও গ্রামের আব্দুর রেজ্জাকের পুত্র মাসুক মিয়া (৩৫), বাবুল মিয়া (৪৫), আব্দুস ছমেদ কনা মিয়ার পুত্র ফজল মিয়া (৫৩), ফুরুক মিয়ার পুত্র সোহেল মিয়া (২৫) ও রুবেল মিয়া (১৯)। গুরুত্বর আহত মাসুক মিয়া, বাবুল মিয়া ও ফজল মিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং অন্যান্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালে। স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, নতুন ব্রীজ সংলগ্ন কুঠিরগাঁও গ্রামের আব্দুর রেজ্জাকের পুত্র ও পার্শ্ববর্তী শিমুলতলা গ্রামের মৃত মুখিল পালের পুত্র নিখিল পাল এর পরিবারের মধ্যে ৪বছর ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলা চলে আসছিল। মামলাটি কোর্ট থেকে আব্দুর রেজ্জাকের পক্ষে রায়ও হয়। বর্তমানে এ জমিতে আইনি নিষেধাজ্ঞা থাকা সত্বেও গতকাল সোমবার সকালে নিখিল পালের পক্ষের লোকজন স্থানীয় শিমুলতলা গ্রামের ফুরুক মিয়া, ছাবু মিয়া, রমিজ মিয়া, ছাদেক মিয়াসহ একদল লোক আব্দুর রেজ্জাকের জমি দখল করতে যায়। এখবর পেয়ে আব্দুর রেজ্জাকের পুত্ররা ও তাদের পরিবারের লোকজন ছুটে গিয়ে তাদের বাধা দেয়। এসময় প্রতি পক্ষের লোকজনের হামলায় উল্লেখিতরা আহত হন।