চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জালনোট সহ তিন ৩ জনকে আটক করেছেন পুলিশ।
সোমবার (৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার শাকির মোহাম্মদ এলাকার মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে জাল নোট পাচারের সময় তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন – সদর উপজেলার গঙ্গাচরণ ভৌমিক এর পুত্র গোপেশ ভৌমিক (৪০) বানিয়াচং উপজেলার আবু মিয়ার পুত্র মুহিদ মিয়া (৩৫), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আঃ ছুব্বান মিয়ার পুত্র সুহেব আলী (৪০)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আতিকুল আলম ও এএসআই কমল রায় এর এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শাকির মোহাম্মদপুর এলাকার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে জালনোট পাচারের সময় আটক করেন।
চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি)কে.এম. আজমিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরন করা হয়েছে।