চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ৫ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার সভাকক্ষে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, অফিসার ইনচার্জ আশরাফ হোসেন, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন, আঃ রাজ্জাক রাজু।
সংবর্ধনা প্রাপ্ত জয়িতারা হলেন, সমাজ উন্নয়নে ইউপি চেয়ারমান আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারী এনজিও অপরাজিতার নির্বাহী পরিচালক খায়রুন্নাহার পপি, সফল জননী ছুগেরা বেগম তালুকদার, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সফলতা অর্জনকারী ডাঃ ফারহানা ভুইয়া ও বীর মুক্তিযোদ্ধা মালতী রানী শুক্লবৈদ্য।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে চুনারুঘাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার সফল ৫ নারীকে জয়িতা নির্বাচন করা হয়।