শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলট মহাসড়কের নতুন ব্রীজ মোড় থেকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে স্কুল ব্যাগ ভর্তি সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রীজ মোড় এলাকায় অভিযান চালায়।
তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী গাঁজা ভর্তি ব্যাগ পেলে পালিয়ে যায়। পরে গাঁজা ভর্তি ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জসিম উদ্দিন খন্দকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালিয়েছে । দেশকে মাদক মুক্ত করতে আমাদের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।