নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের উমেদনগর এলাকা থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ নয়ন মিয়া (২৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উমেদনগর কবরস্থান রোড এলাকা থেকে তাকে আটক করে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
নয়ন ওই এলাকার লুৎফুর রহমানের ছেলে।
জানা যায়, গোপন খবরের ভিত্তিতে তার নেতৃত্বে অভিযান পরিচালনা করে নয়নকে গ্রেফতার করা হয়। এ সময় নয়নের ঘরে তল্লাশী চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খায়রুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।