মোঃ আব্দুল হক রেনু, শায়েস্তাগঞ্জ : শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের দ্বিতল ভবনের শুভ উদ্বোধন ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের ৩ জন সিনিয়র সাংবাদিক ও প্রতিষ্ঠাতা সদস্যকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের দ্বিতল মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব। প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদের পরিচালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশুক মাদব রায়। তিনি ফিতা কেটে প্রেসক্লাবের দ্বিতল ভবনের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবটি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে আসছে। প্রেসক্লাবের সুনাম অক্ষুন্ন রাখতে ক্লাবের সকল সাংবাদিকদের প্রতি আহবান জানান। প্রেসক্লাবের ৩জন প্রতিষ্ঠাতা সদস্যদেরকে, তাদের অতীত কর্মকান্ডের স্বীকৃতি স্বরুপ প্রেসকাব তাদেরকে সম্মাননা প্রদান করে। এদের মধ্যে অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী (সিলেটের ডাক), এডভোকেট হুমাইয়ূন কবীর সৈকত (দৈনিক পূর্ব তারা) ও মোঃ সমুজ আলী আহমেদ ( দৈনিক আমোদ)কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল কাইয়ূম, শচিন্দ্র ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুন, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপিকা নাসরিন হক, জহুর চাঁন বিবি মহিলা কলেজের প্রভাষক জালাল উদ্দিন রুমি, পঞ্চাশ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাছির উদ্দিন, সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান, পল্লী বিদ্যুত সমিতির পরিচালক নওরুজুল ইসলাম চৌধুরী, ইসলামী একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নূরুল হক, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক তানভীর আহমেদ জুয়েল, প্রেস ক্লাবের সহ-সভাপতি সমিরণ চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক ফজলুল হক চৌধুরী সেলিম, সাবেক পৌর কাউন্সিলর আ স ম আফজল আলী, সাংবাদিক আব্দুল হক রেনু, কোষাধ্যক্ষ সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, যুগ্ন সম্পাদক মঈনুল হাসান রতন, প্রচার সম্পাদক এডভোকেট শামিম চৌধুরী, মহিবুর রহমান প্রমূখ।