রায়হান আহমেদ, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। গত শনিবার (১৬ ডিসেম্বর) চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে সারাদিন ব্যাপী বিজয় দিবস পালন উপলক্ষে নানান কর্মসূচী গ্রহন করা হয়। প্রথমেই উপজেলা শহীদ মিনার চত্বরে সূর্যদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অপর্ণ করা হয়। জাতীয় পতাকা উত্তোলন,
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের আলোকচিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের মাঝে খেলাধূলা, চিত্রাংকন প্রতিযোগীতা সহ বিভিন্ন অনুষ্টানের মাধ্যমে পালন করা হয় এ মহান দিনটিকে। উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহীদ মিনার চত্বরে এসে পুষ্পস্তবক অপর্ণ করেছেন।
চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে দুপুর ১২ টায় মুক্তিযোদ্ধাদের মাঝে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাইজার মোহাম্মাদ ফারাবী’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -৪ (চুনারুঘাট-মাধবপর) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী।
বিশেষ অতিথি ছিলেন, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর হোসেন জিতু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার মোঃ আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান, মুক্তিযোদ্ধা নমিন খাঁন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মুহিদ চৌধুরী, সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সুপ্রীম কোর্টের আইনজীবী এড. মোস্তাক আহাম্মদ বাহার, সাংবাদিক হাসান আলী, সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক মোস্তাক আহমদ তরফদার মাসুম, সাংবাদিক সুলতান খাঁন, সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সেক্রেটারি খন্দকার আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ সহ আরো অনেকে। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিজয় দিবস উপলক্ষে উপজেলার ভেতর নানান বাহারি সাজে সাজানো হয়।
পরিশেষে সন্ধ্যায় চুনারুঘাটের সাংস্কৃতিক সংগঠন ধামালি’র সভাপতি এড. মোস্তাক আহাম্মদ বাহারের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্টানে বাংলাদেশ আইডল খ্যাত এম এস মন্টি, সংগীত শিল্পী নাছির সহ একঝাঁক সঙ্গীতশিল্পী গান গেয়ে দর্শকদের মন মাতান।
এদিকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালন করা হয়।