চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের দণি নরপতি গ্রামের আওয়ামীলীগ নেতা ও প্রবীন মুরুব্বী মোঃ ফরিদ মোল্লাহ’র নামাজে জানাযা সম্পন্ন হয়েছে। গতকাল রোববার দুপুর ২টায় দক্ষিণ নরপতি গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। জানায় ফরিদ মোল্লার স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, জেলা আওয়ামীলীগ নেতা এডঃ শাহ কুতুব উদ্দিন, সুপ্রিমকোর্টের আইনজীব মোস্তাক আহাম্মদ, সদর ইউপি আওয়ামীলীগ সেক্রেটারী রইছ উল্লাহ, কাউছার-উল-গনি, বিশিষ্ট সমাজসেবক কাউছার বাহার, প্রবীন মুরুব্বী বারিক মিয়া, রনক মোল্লা, জহির মোল্লাহ, মুখলিছ মিয়া। এতে উপস্থিত ছিলেন চুনারুঘাট সদর ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, উপজেলা যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, যুগ্ন সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, আওয়ামীলীগ নেতা মুকিত চৌধুরী, প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল, চুনারুঘাট প্রেসকাব সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী আবুল কালাম আজাদ, ইউপি সদস্য সেফাজ চৌধুরী, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সেক্রেটারী খন্দকার আলাউদ্দিন প্রমুখ। উল্লেখ্য, গত শনিবার বিকাল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান ফরিদ মোল্লা মারা যান। ইন্না….রাজীউন। মৃত্যুকালে তার বয়স ছিল (৭০) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ৫ ছেলে রেখে গেছেন।