1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

বাহুবলে সড়ক দূর্ঘটনায় নিহত ১

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে মাইক্রোবাস-যাত্রীবাহি বাস সংঘর্ষে বিল্পব কুমার শীল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বাগানবাড়ী নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

নিহত বিল্পব শ্রীমঙ্গল উপজেলার দোপারহাট গ্রামের যতিন্দ্র কুমার শীলের ছেলে।

বাহুবল মডেল থানার সেকেন্ড অফিসার মফিদুল ইসলাম জানান, মাইক্রোবাস একটি যাত্রীবাহি সুরমা পরিবহনকে ওভারটেক করতে গেলে বাসটি মাইক্রোকে চাপ দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

     এই ক্যাটাগরীর আরো খবর