মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন রতনপুর সড়কে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাতের ছুরিকাঘাতে ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের এসআই জিয়া উদ্দিন ছুরিকাঘাতের ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর রাতে থানার এসআই আব্দুস সাত্তার উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল উপজেলার কাউড়া গ্রামের শামসু মিয়া (৫০), উত্তর সুরমা গ্রামের রুবেল মিয়া (২৫) ও নোয়াপাড়া মুড়াপাড়া গ্রামের মাসুম (২০)।
পুলিশ পরিদর্শক তদন্ত কাওছার আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক চুরি ডাকাতির মামলা রয়েছে।