নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অভিষেক ও অাজীবন সদস্য সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এ অভিষেক শুরু হয়।
অনলাইন প্রেসক্লাবের সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিনের সভাপতিত্বে, সাংবাদিক জালাল উদ্দিন রুমির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনীষ চাকমা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছ, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল অালম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী।
বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ অালী পাঠান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি অাব্দুর রকিব প্রমুখ।