1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

চুনারুঘাট পল্লী বিদ্যুতের ডিজিএমের মেয়ে আরিশা চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ চুনারুঘাট জোন অফিসের ডিজিএম কাজী শওকাতুল আলম এর কন্যা কাজী সাইয়ারা নুর আরিশা মহান বিজয় দিবস উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম স্থান লাভ করে। চুনারুঘাট উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রথম পুরস্কার তার হাতে তুলে দেন উপজেল চেয়ারম্যান মো.আবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শাফিয়া আক্তার ও সহকারী কমিশনার তাহমিনা আক্তার।

     এই ক্যাটাগরীর আরো খবর