ডেস্ক : বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে সাড়ে ৮ হাজার পুরুষ ও দেড় হাজার নারী সদস্যকে নিয়োগ দেওয়া হবে। মোট ১০ হাজার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর)। এটি স্বাক্ষরিত হয় গত ১৯ ডিসেম্বর। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের শারীরিক মাপ, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এসব পরীক্ষা হবে প্রার্থীদের নিজ নিজ জেলার পুলিশ লাইনসে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়ায় কোনও ধরনের আর্থিক লেনদেনে না জড়ানো ও প্রতারিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। নিয়োগের বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে: http://www.police.gov.bd/recruitment/1849.jpg পি