বানিয়াচঙ্গ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার যাত্রাপাশা গ্রামে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় তাকে সদর হাসপাতাল ভর্তি করা হয়।
সে ওই গ্রামের মোতাব্বির মিয়ার কন্যা।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ওই স্কুল ছাত্রী গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী স্থান থেকে রান্না করার জন্য লাকড়ি আনতে যায়। এ সময় দোয়াখানি এলাকার গিয়াস উদ্দিনের পুত্র মাহমুদ মিয়া তাকে মুখ চেপে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি স্কুল ছাত্রী তার পরিবারকে জানালে তারা এলাকার মুরুব্বিয়ানদের স্মরণাপন্ন হয়। ২ দিন চেষ্টা করেও এলাকার মুরুব্বিয়ানরা কোন সমাধান করতে পারেননি। পরে ধর্ষিতা ছাত্রীকে তার পরিবার সদর হাসপাতালে ভর্তি করায়।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ত্রিলোক চাকমা জানান, ওই ছাত্রী ধর্ষণের অভিযোগে এনে হাসপাতালে ভর্তি হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে সে ধর্ষণ হয়েছে কিনা।