চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের অায়োজনে পৃথক পৃথক স্থানে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। গত শনিবার দিনব্যাপী উপজেলার শানখলা ইউনিয়নে শাকির মোহাম্মদ আর্দশ বিদ্যানিকেতন, সাদেকপুর দিগন্ত যুব সংঘ এবং গোড়ামী নবদূত যুব সংঘের ২ যুগ পূর্তি ও গোলগাঁও আদর্শ তরুণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজয় দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। স্থানীয় আওয়ামীলীগ সভাপতি সফিক তরফদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, উপজেলা আওয়ামীলীগ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল হাই, উপজেলা যুবলীগের যুগ্ন-সম্পাদক তাজুল ইসলাম, শানখলা ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারী আবুল কালাম চৌধুরী এখলাছ, চুনারুঘাট উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব খালেদ তরফদার, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আঃ রাজ্জাক রাজু, মান্নান মাষ্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক বাকি বিল্লাহ তরফদার প্রমুখ। এছাড়াও ওই দিন সন্ধ্যায় উপজেলার লস্করপুর চা-বাগানের অসহায় শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সদস্য ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এদিকে উপজেলার গোলগাঁও আদর্শ তরুন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবস পালন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরুস্কার বিতরনী ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ ফুল মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ফয়সল আহমেদ তুষার,সাধারণ সম্পাদক ইমরান আহমেদ রাহীসহ আরও অনেকই।