শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রখ্যাত বিজ্ঞানী ও ফিজিওলজিস্ট, আমেরিকার তুলান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের অধ্যাপক ড. দেওয়ান এস এ মজিদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় হলরুমে এ সংবর্ধনার আয়োজন করে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব কমিটি।
উৎসব উদযাপনের আহ্বায়ক অশোক মাধব রায়-এর সভাপতিত্বে ও প্রধান সমন্বয়কারী সাংবাদিক জাহেদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, ডাঃ এম এ ওয়াহাব, উৎসব উৎযাপনের যুগ্ম আহ্বায়ক এডভোকেট হুমায়ূন কবীর সৈকত, সহকারি অধ্যাপক তরিকুল ইসলাম হারুন, নুরুল ইসলাম তালুকদার, আব্দুল্লাহ সরদার, সদস্য সচিব শেখ জামাল মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, সহকারী প্রধান শিক্ষক মহিবুর রহমান, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশারাফ উদ্দিন মামুন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ তালুকদার, মোহাম্মদ নাহিজ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারন সম্পাদক মঈনুল হাসান রতন প্রমুখ।
পরে সংবর্ধীত ব্যক্তি ড. দেওয়ান এস এ মজিদকে সংবর্ধনা স্মারক তুলে দেন শতবর্ষ উৎসব উদযাপনের আহ্বায়ক অশোক মাধব রায়।