শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল শায়েস্তাগঞ্জ পৌর, থানা ও কলেজ শাখা।
র্যালিতে অংশগ্রহণ করেন- থানা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন সোহাগ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ জামান রিপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক পারভেজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নূর আলম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক কাউছার আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান আহমেদ প্রমুখ।
এছাড়া ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র্যালিতে অংশগ্রহণ করেন।