নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ১৫ কেজি গাঁজাসহ শাহজাহান মিয়া সুজন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার মনতলা রোড থেকে তাকে আটক করা হয়।
তিনি উপজেলার মেরাশানী খাঁ বাড়ির সিমার মিয়ার ছেলে।
জানা যায়, দুপুরে উপজেলার মনতলা রোড দিয়ে মাদক পাচার হচ্ছে এমন খবরে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে সুজনকে আটক করে পুলিশ। এসময় সুজন বস্তা মাথায় নিয়ে হাটছিল। তার বস্তা খুলে ১৫ কেজি গাঁজা পাওয়ায় তাকে আটক করা হয়। সুজন এ গাঁজা সিলেটে পাঠাচ্ছিলেন বলে জানিয়েছেন।
মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।