নিজস্ব প্রতিনিধি : শিক্ষা শান্তি প্রগতি এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-লাখাই আসনের এমপি মো. আবু জাহির।
পরে হবিগঞ্জ শহরের পৌরসভা প্রাঙ্গনে জেলা ছাত্রলীগের সভাপতি ডা. ইশতিয়াক রাজ চৌধুরী ও সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম নেতা-কর্মীদের সাথে নিয়ে কেক কাটেন। কেক কাটার পর পৌরসভা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহর প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে পথসভায় মিলিত হয়।
পথ সভায় বক্তব্য রাখেন, এমপি আবু জাহির, বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের এমপি আব্দুল মজিদ খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান প্রমুখ।