বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক-নছিমন সংঘর্ষে ইব্রাহিম মিয়া (১৮) নামের এবক সবজী ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নছিমন চালক নুর আলী। তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করছে স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুটিজুরী ইউনিয়নের বামপাতা রেস্টুরেন্টের সামনে এ ঘটনাটি ঘটে।
বন্ধুদের সাথে ইব্রাহিমের ছবি, যা আজ শুধুই স্মৃতি
নিহত ইব্রাহিম উপজেলার ভাটপাড়া গ্রামের আব্দুস শহীদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নছিমন যোগে সবজি নিয়ে দ্বিগাম্বর বাজারে যাচ্ছিলেন ইব্রাহিম। নছিমনটি বাশপাতা রেস্টুরেন্টের সামনে পেছলে নছিমনের পিছনে সিলেট গামী একটি ট্রাক সাজারো ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। আহত হয় নছিমন চালক।
উত্তেজিত লোকজন এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে জনতা।
খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই সহ এলাকার বিশিস্ট ব্যক্তিরা উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্তনা দিলে সকাল ৮টায় অবরোধ তুলে নেয় জনতা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন খন্দকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।