নিজস্ব প্রতিনিধি : চুনারুঘাটে উত্তরা পূর্ব থানা অাওয়ামীলীগের কার্যকারি কমিটির সদস্য, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী ও চুনারুঘাটের সাংস্কৃতিক সংগঠন ‘ধামালি’র সভাপতি এড. মোস্তাক আহাম্মদ বাহারের জন্মদিন পালন করা হয়েছে। গত বুধবার (৩ জানুয়ারি) রাত ৯ টায় জন্মদিন উপলক্ষে সংক্ষিপ্ত অালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক সজল দাশ, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহজাহান চৌধুরী, পৌর শ্রমিকলীগের সভাপতি আমির হোসেন আমির, সেক্রেটারি ফারুক আহমেদ পারুল, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিন,
ডেন্টিস্ট এস এম আলমগীর, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইফতেখারুল অালম রিপন, ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম, উজ্জল, টিপুসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মী ও সমর্থক। উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি সাইফুল আলম রুবেল এর অফিসে এ অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ইফতেখারুল আলম রিপন।