1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত ২০

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জে যাত্রীবাহি বাস উল্টে অন্ত:ত ২০ জন যাত্রী আহত হয়েছেন। গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে বিভিন্ন হাসপাতালে প্রেরন করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারী) বেলা আড়াইটায় ঢাকা সিলেট মহাসড়কের সতহাইয়াল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

তাহক্ষনিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ সিলেট বিরতিহীন (হবিগঞ্জ ঘ ০৫-০০২০) এর একটি যাত্রীবাস সিলেট যাওয়ার পথে মহাসড়কের সাতহাইয়াল নামক স্থানে পেছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে একটি ব্রিজের সাথে ধাক্কা দিলে বাসটি দুমড়ে মুছড়ে গিয়ে খাদে পড়ে যায়। এত অন্ত:ত ২০ জন যাত্রী আহত হয়।

শেরপুর হাইওয়ে থানার এসআই কামরুল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

     এই ক্যাটাগরীর আরো খবর