চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট সাংবাদিক ফোরামের কম্বল বিতরণ ও ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত শুক্রবার পৌরসভার উত্তর বাজারে ফোরামের কার্যালয়ে অসহায় ও হতদরিদ্রের হাতে কম্বল তুলেন দেন অান্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও জেলা অাওয়ামীলীগ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবং সাংবাদিক ফোরামের নতুন বছরের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু। এর পূর্বে অালোচনা সভায় চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ অাব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে ও সেক্রেটারি খন্দকার অালাউদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন-চুনারুঘাট থানার অফিসার ইরচার্জ (ওসি) কেএম অাজমিজ্জামান, পৌরসভার প্যানেল মেয়র তাজুল ইসলাস কাজল, অাহাম্মদাবাদ ইউনিয়ন অাওয়ামীলী সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, চুনারুঘাটের ব্যবসায়ী সাজিদুল ইসলাম, শাহরিয়ার লিটন প্রমুখ। এতে বক্তব্য রাখেন, সাংবাদিক ফোরামের সহ-সভাপতি নুর উদ্দিন সুমন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এসএম শওকত অালী, সমাজ কল্যান সম্পাদক মনির সরকার, নির্বাহী সদস্য ওয়াহেদ অালী, সদস্য অাব্দুল হাই প্রিন্স, নাজিরুজ্জামান শিফন। উল্লেখ্য, চুনারুঘাটেরর তরুণ সমাজকর্মী প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তার নিজস্ব অর্থায়নে চুনারুঘাটের বিভিন্ন এলাকার শীতার্তদের মাঝে ৫০টি কম্বল দেন এবং সাংবাদিক ফোরামের নতুন বছরের ক্যালেন্ডা দিয়ে অসহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবক ও জিঅার (গিয়াস-রিজিয়া) ফাউন্ডেশন ইউ,কের ফাউন্ডার চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন।