নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর (কাশিপুর) গ্রামের হাওরে জমির সীমানাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় স্বপন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৫০ জন।
রবিবার সকাল ১০টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বপন মারা যায়। নিহত স্বপন চানপুর গ্রামের ছুরত আলীর পুত্র।
এর আগে সকাল ৭টার দিকে হাওরে একই গ্রামের সালাম মিয়া ও সুলতান আলীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করেন।