ষ্টাফ রিপোর্টার: হবিগঞ্জ শহরতলীর মাছুলিয়া এলাকা থেকে দেহ ব্যবসার মুল হোতা কথিত স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। এসময় দুই কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ জানুয়ারী) দিবাগত রাতে ডিবি’র এসআই আব্দুল করিম ও এসআই ইকবাল বাহারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হল দেহ ব্যবসার মুল হোতা শহরতলীর এড়ালিয়া গ্রামের জহুর আলীর পুত্র সোহেল মিয়া (৪৫), তার কথিত স্ত্রী হনুফা আক্তার (২৬)।
উদ্ধারকৃত কিশোরীরা হলো সুনামগঞ্জ জেলার তাহিরপুর গ্রামের সফর আলীর কন্যা আছিয়া আক্তার (১৬) ও নরসিংদি জেলার রায়পুরা গ্রামের হাসান শাহের কন্যা শারমিন আক্তার (১২)।
পুলিশ জানায়, সোহেল মিয়া দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থান থেকে শিশু কন্যা ও যুবতিদের প্রতারণার মাধ্যমে ওই স্থানে এনে দেহ ব্যবসা চালায়। পরে রাতে সেখানে অভিযান চালিয়ে মুল হোতা সোহেলসহ ৪ জনকে আটক করা হয়।