মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর সীমান্ত এলাকা থেকে ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) সদস্যরা।
রোববার ভোরে ধর্মঘর বিওপির সুবেদার সেলিম উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, জব্দকৃত মদের মূল্য এক লাখ ২৯ হাজার টাকা।