বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির মারিয়া বেগম (১৬) নামের এক ছাত্রী অপহরন হয়েছে।
রোববার (২১ জানুয়ারি) বিকালে এ ব্যাপারে অপহৃতার বাবা বাদী হয়ে পার্শ্ববর্তী উমরপুর গ্রামের ছুরাব আলীর পুত্র জাবেদ মিয়া (২৪) সহ অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
সে উপজেলার কাগাপাশা গ্রামের সৈয়দ মনছুর আহমেদের মেয়ে।
মামলা সূত্রে জানা যায়, ১৭ জানুয়ারি সকাল ১১টায় ওই ছাত্রী বিদ্যালয়ে যাবার পথে জোর করে সিএনজি অটোরিক্সাতে উঠিয়ে নিয়ে যায় জাবেদ মিয়াসহ তার সঙ্গীরা। পরে অনেক খোঁজাখুঁজির পরে কোথাও না পেয়ে মামলা দায়েরের সিদ্ধান্ত নেন অপহৃতার পিতা সৈয়দ মনছুর আহমেদ।
এ বিষয়ে বানিয়াচং থানার অফিসর ইনচর্জ (ওসি) মোজাম্মেল হক জানান, অপহরণের ঘটনায় মামলা হয়েছে। তবে যতটুকু জানি উভয় পরিবারের মধ্যে এটি মিটমাট করার জন্য আলাপ-আলোচনা চলছে।