খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট : চুনারুঘাটে তিন কেজি গাঁজাসহ ইউনুছ মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ৮টায় উপজেলার মিরাশী ইউনিয়নের উসমানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার গাজীপুর ইউনিয়নের মানিকভান্ডার গ্রামের মৃত আজগর আলীর ছেলে। জানা যায়, চুনারুঘাট থানার এএসআই শামসুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উসমানপুর এলাকায় অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইউনুছ মিয়াকে আটক করা হয়। পুলিশ জানায়, তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।