চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে নকল কীটনাশক বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাইজার মোঃ ফারাবী ভ্রাম্যমান আদালত বসিয়ে এ অর্থদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন-শায়েস্তাগঞ্জের মোঃ আব্দুল্লাহ মিয়া (৩৫) ও শানখলা ইউনিয়নের রমাপুর গ্রামের পলাশ মিয়াকে (২৩)।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বিভিন্নসহ বিভিন্ন বাজারের ভিরতাকো নামক সিনজেনটা বিপুল পরিমাণে নকল কীটনাশক বিক্রির খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী ওই এলাকায় অভিযান চালান।
অভিযানকালে ধান ক্ষেতের মাজরা ও পাতা মোড়ানো পোকা নিধনের জন্য অনুমোদিত ও বহুল প্রচলিত ভিরতাকো নামক কীটনাশকের নকল ঔষধ বিক্রিয়ের সময় হাতেনাতে দুই ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ১৪৮ প্যাকেট নকল ভিরতাকো জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ২১ হাজার টাকা।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন সরকার বলেন অসাধু বিক্রেতাকে সনাক্ত করুন এবং কৃষি ও কৃষক বাঁচানোর জন্য এসব নকল ভিরতাকো বিক্রি বন্ধ করতে হবে।