নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে প্রতিবন্ধি ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় ধর্ষণকারীর সহযোগীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে বুধবার রাত ৯টার সময় একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইমন মিয়া (২০) প্রতিবন্ধি কিশোরীকে বাঁশ ঝাড়ে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ওই কিশোরী মামার বাড়িতে থাকত এবং ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না।
কিশোরীর সুর চিৎকার শুনে তার আত্মীয়-স্বজন ঘর থেকে বের হয়ে ধাওয়া করে ইমন মিয়া ও তার সহযোগি তেঘরিয়া গ্রামের আব্দুল হাইর ছেলে হৃদয় মিয়াকে আটক করে।
পরে একই গ্রামের আমীর আলীর ছেলে সাবিল হক এসে জোর পূর্বক ইমন মিয়াকে ছিনিয়ে নেয়।
বৃহস্পতিবার সকালে অপর আটক হৃদয় মিয়াকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। আহত কিশোরীকে লাখাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
এ ব্যাপারে কিশোরীর মামা বাহার মিয়া ৫ জনকে আসামী করে মামলা দায়ের এর প্রস্তুতি নিচ্ছেন।
লাখাই থানার ওসি বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে। শুক্রবার ভিকটিমের মেডিক্যাল পরীক্ষার জন্য সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হবে। একজনকে আটক করা হয়েছে। অন্যদেরকেও ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে।