চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বঙ্গবন্ধু পরিষদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা আওয়ামীলীগের সভাপতি হবিগঞ্জ-৩ (সদর-লাখাই) আসনের এমপি এডভোকেট আবু জাহিরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন। গত ৭ জানুয়ারি হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি এডভোকেট আবু জাহিরকে তার বাসভবনে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সহ-সভাপতি ইমান আলী, মাসুক মিয়া মাস্টার, সাংগঠনিক সম্পাদক স্বপন সাওতাল, তথ্য ও গবেষণা সম্পাদক হুমায়ূন কবীর চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ নিপেন নায়েক ও আমির হোসেন চৌধুরী প্রমুখ। উল্লেখ্য যে, গত ৬ জানুয়ারি হবিগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এডভোকেট আবুল খায়ের স্বাক্ষরিত ৪১ সদস্য বিশিষ্ট চুনারুঘাট উপজেলা বঙ্গবন্ধু পরিষদের কমিটি অনুমোদন করেন।