ষ্টাফ রিপোর্টার : হবিঞ্জের তিনটি থানায় অভিযান চালিয়ে ছাত্রদল ও যুবদলের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার (১০ ফেব্রুয়ারী) ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জ থানা এলাকা থেকে ৩ জন, বানিয়াচং থানা এলাকা থেকে ২ জন ও মাধবপুর থানা এলাকা থেকে ২ জনকে আটক করা হয়। আটককৃতরা বিএনপির অঙ্গসঙ্গঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মী বলেও জানায় পুলিশ।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা কর্মকর্তা মাহবুুব উদ্দিন আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।