চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজেলা শ্রমিকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে শ্রমিকলীগের আহবায়ক রহম আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব খালেদ তরফদারের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এজাজুর রহমান এজাজ।
বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিকলীগের সভাপতি মো. আরব আলী, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, জেলা শ্রমিকলীগের সেক্রেটারি মোঃ ফরিদ আহমেদ রাজু, জেলা আওযামীলীগের সদস্য ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, জেলা আওয়ামীলীগ সদস্য নিজামুল হক রানা, জেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি রেবা চৌধুরী, শ্রমিকলীগের জেলা সহ-সভাপতি প্রফুল্ল চন্দ্র বৈঞ্চব, যুগ্ন সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী. নওশের আলী, রাসেলুর রহমান, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাশ, শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, দপ্তর বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা সত্যেন্দ্র চন্দ্র দেব. আঃ সামাদ মাষ্টার, হাজী আকবর আলী, শফিক মিয়া তরফদার, আবুল কালাম এখলাছ চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক কে এম আনোয়ার আলী, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম রুবেল, মৌলভীবাজার জেলা শ্রমিকলীগের সভাপতি সেক্রেটারি, বাহুবল ও নবীগঞ্জ উপজেরা শ্রমিকলীগের সভাপতি সেক্রেটারিগন। এতে বক্তব্য রাখেন কাউসার বাহার. মিজানুর রহমান সেলিম, আ: কাদির সুমন, আমীর হোসেন, আঃ ছালাম, সোহেল মিয়া, প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্যায়ে ভোটের মাধ্যমে কাউন্সিল হওয়ার কথা থাকলেও জেলা নেতৃবৃন্দ যাচাই বাছাইয়ের মাধ্যমে নতুন কমিটি ঘোষনা করবে বলে জানানো হয়।