চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এসএম সোহাগের নেতৃত্বে জেলা ছাত্রলীগের সম্মেলনে শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় চুনারুঘাট থেকে প্রায় ৫শ’ ছাত্রলীগকর্মী নিয়ে জেলা সম্মেলনে সাইদুর রহমানকে সভাপতি করার সমর্থনে নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে সম্মেলনে অংশ গ্রহণ করেন।
এতে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেরা ছাত্রলীগ সদস্য জুনাইদ আহমেদ পলক, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সমরাট আহমেদ, বুলবুল, ১নং গাজীপুর ইউপি ছাত্রলীগ সভাপতি ইমরানসহ ১০টি ইউনিয়নের ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এসএম সোহাগসহ নেতাকর্মীরা সম্মেলনে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক ও সহ-সভাপতি সাইদুর রহমানকে সভাপতি হিসেবে দাবী জানান।