চুনারুঘাট প্রতিনিধি : ঘাতক ক্যান্সারের ছুঁবলে জীবন প্রদীপ প্রায় নিবো নিবো চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের অনু মিয়ার। তাঁর পাশে দাঁড়ালেন চুনারুঘাটের কৃতি সন্তান, ফুলবাড়ী গ্রামের গর্ব, তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ তাজুল ইসলাম। তাজুল ইসলাম আর্থিক সাহায্য প্রদান করেন তাঁকে। এভাবে যদি অনু মিয়ার পাশে সমাজের বিত্তবানরা দাঁড়ান, তবে অনু মিয়ার জীবনে হয়তো আবার সুখের গোলাপ ফুঁটে উঠবে। তাজুল মিয়ার প্রতি অনু মিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। জনমত নিউজ পরিবার অনু মিয়ার সুস্থতা কামনা করেছে। সাহায্যের জন্য অনু মিয়ার বিকাশ নাম্বার : ০১৭২২-৬৮৭৮৯৫।