নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত কুদ্দুছ মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বৃদ্ধ উপজেলার মুড়িয়াউক গ্রামের মৃত নওয়াব আলী মোল্লার ছেলে।
ঘটনায় নূরে আলম (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি মুড়িয়াউক গ্রামের মৃত শারদ আলীর ছেলে।
লাখাই থানার অফিসার ইনচার্জ বজলার রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা ও মুড়িয়াউক গ্রামের মাসুক মিয়ার লোকদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ৯ ফেব্রুয়ারি সকালে সংঘর্ষে আহত হন কুদ্দুছ।
তিনি আরো জানান, এ ঘটনায় পুলিশের অভিযানে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নুরুজ্জামান মোল্লাসহ এ পর্যন্ত ৯ জনকে আটক করা হয়েছে।