হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা ছাত্রলীগের তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।
মো. সাইদুর রহমানকে সভাপতি, মো. মুহিবুর রহমান মাহিকে সাধারণ সম্পাদক ও মো. আজিজুল হককে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
সোমবার দুপুরে কেন্দ্রীয় কমিটির সভাপতি এসআর সোহাগ ও সাধারণ এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামি এক বছরের জন্য এ কমিটির অনুমোদ দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি হবিগঞ্জ পৌরসভা মাঠে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে কমিটি ঘোষনা না দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকায় গিয়ে কমিটি ঘোষনা করবেন বলে আশ্বস্থ্য করেন।