নিজস্ব প্রতিনিধি : ” আড়াল ” শিরোনামে নতুন গান নিয়ে খুব শিঘ্রই আসছেন তরুণ কন্ঠশিল্পী কৃপেশ সূত্রধর। স্যাড রোমান্টিক এই গানটির গীতিকার ও সুরকার হলেন ইমরান হোসাইন। আর গানটিতে খুব সুন্দর ভাবে কম্পোজিশন করেছেন এই প্রজন্মের বিখ্যাত সঙ্গীত পরিচালক এন. এইচ. শিহান।
কৃপেশ তার নতুন এই গান সম্পর্কে বলেন, অনেক যত্ন সহকারে গানটি করেছি। আশা করি শ্রোতাদের মনে গানটি অনেকটা ভালো জায়গা করে নিতে পারবে।
কৃপেশ আরো বলেন, গত ২০ শে জানুয়ারি গানটির Final Voice দিয়েছি স্টুডিও “প্লেব্যাক ক্রিয়েশন মিডিয়াতে”। গানের কাজ প্রায় শেষ। প্রথমে গানটি অডিও আকারে শ্রোতাদের মাঝে প্রকাশ করব। যদি ভালো সাড়া পাই তারপর মিউজিক ভিডিও করার চেষ্ঠা করব। আর বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি, আব্দুল আওয়াল ভাই, শ্রীবাস দা ও নির্মল দাকে।