মোঃ আবদুল হক রেনু, শায়েস্তাগঞ্জ : শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ হবিগঞ্জ রোডে টমটম উল্টে ইউপি মেম্বারসহ ২ যাত্রী আহত হয়েছে। আহতরা হল- স্থানীয় ইউপি মেম্বার মোঃ সৈয়দ আলী(৪৫) ও মোঃ জামাল আহমেদ(৩৫)। আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে। এ দূর্ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ হবিগঞ্জ রোডে জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার নিকটে। স্থানীয় সূত্রে জানা যায়, নতুনব্রীজ থেকে পুরানবাজার যাবার উদ্দেশ্যে টমটমটি যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে যাচ্ছিল। উল্লেখিত স্থানে পৌছা মাত্র টমটমটি উল্টে গেলে এ দূর্ঘটনা ঘটে।