1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

দিনাজপুরে মানসিক ভারসাম্যহীন যুবতীকে গণধর্ষণ : গোপনাঙ্গে রড ঢুকিয়ে নির্যাতন

জনমত নিউজ: জাগ্রত হউক মানব বিবেক!!!
#মনুষ্যত্ব_আজ_হয়েছে_লুপ্ত #গ্রাস_করেছে_পশুত্ব!
#মানুষে_মানুষে_ভুলে_গেছে #আজ_মৈত্রী_সাম্যের_ভ্রাতৃত্ব।।
====================
“আমি বাকরুদ্ধ! কিভাবে লিখবো বুঝতেছিনা! নিজেকে পুরুষ হিসেবে/মানুষ হিসেবে পরিচয় দিতেও লজ্জা বোধ করছি। মানুষ এতটা হায়েনা হতে পারে???
গত-১৯ ফেব্রুয়ারি দিনাজপুরে মানসিক ভারসাম্যহীন এক মহিলা যার মা বাবা ১৪-১৫ বছর আগে মারা গেছে, সেই অসহায় মহিলাকে গণধর্ষনের পর গোপনাঙ্গে লোহার রড ও হাত ঢুকিয়ে নাড়িভুড়ি বের করে এনেছে একদল পুরুষ নামের হায়েনা। খুব আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয় মেয়েটিকে। ৩ ঘন্টা অস্ত্রপাচার করা হয়েছে, বর্তমান অবস্থা আশঙ্কাজনক। ধর্ষনের মধ‍্যে বিরল থেকে বিরলতম ঘটনা এই ২৮ বছরের যুবতির সঙ্গে ঘটেছে! যা ইতিহাসের সবচেয়ে নির্মম ও জঘন্য বলে মনে হচ্ছে।”

(তথ্যসূত্রঃ #Ashna Araf, Abul Kalam Azad
এবং সাংবাদিক পাবেল খান চৌধুরী এর ফেইসবুক পোষ্ট থেকে)

     এই ক্যাটাগরীর আরো খবর